Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

বিগত তিন বছরের প্রধান অর্জন সমূহ-

ইউআরসি স্থাপনের পর হতে প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে। অত্র ইউ আরশিতে গত তিন বছরের pedp3 এর আওতায় বিষয়ভিত্তিক বাংলা 02 ব্যাচ, বিষয়ভিত্তিক ইংরেজি 06 ব্যাচ, বিষয়ভিত্তিক গণিত 06 ব্যাচ, বাংলাদেশ ও বিশ্বপরিচয় 03 ব্যাচ, বিষয়ভিত্তিক বিজ্ঞান 03 ব্যাচ, লিডারশীপ 04 ব্যাচ, প্রাক-প্রাথমিক শিক্ষার 03 ব্যাচ, একাডেমিক সুপারভিশন 02 ব্যাচ, চারু ও কারু 04 ব্যাচ, সঙ্গীত 04 ব্যাচ, মার্কার 12 ব্যাচ, টিএসএম 04 ব্যাচ, ইন্ডাকশন 02 ব্যাচ, শিক্ষাক্রম বিস্তরণ 04 ব্যাচ প্রশিক্ষণ প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগনকে সফলভাবে প্রদান করা হয়েছে। শিক্ষক ডাটাবেইজ প্রস্তুত করা হয়েছে। সাব ক্লাস্টার চাহিদাভিত্তিক হওয়ার ফলে প্রশিক্ষণ ম্যানুয়াল ইউআরসিতে তৈরি করে সাব ক্লাস্টার প্রশিক্ষণ সমূহ পরিচালিত হচ্ছে। এ পর্যন্ত অস্ত্র ইউর সিতে বারোটি ম্যানুয়াল সফলভাবে প্রণয়ন করা হয়েছে। এছাড়া ইউআরসি ইন্সট্রাক্টর কর্তৃক নিয়মিত বিদ্যালয় পরিদর্শন ও শিখন শেখানো কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষকগণকে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করে আসছেন, যা শিক্ষকগণের পেশাগত দক্ষতা উন্নয়নে অত্যন্ত সহায়ক। ইন্সট্রাক্টর বিভাগীয় কর্ম সম্পাদনের পাশাপাশি সরকার কর্তৃক বিভিন্ন আদেশ, নির্দেশ, সভা, Rally,সেমিনার এবং আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণ করে সরকারের নেওয়া ভিশন 2021 ও 2041 বাস্তবায়নে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে।

২০১৯-২০ অর্থবছরের প্রধান অর্জনসমূহ- 

১. প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা।

২. কন্টেন ভিত্তিক পাঠদান এর জন্য শ্রেণিকক্ষে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া ব্যবহারের শিক্ষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান ও উদ্বুদ্ধকরণ।

৩. ICT ভিত্তিক প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে।

৪. প্রাক-প্রাথমিক শিক্ষা কার্যক্রম ফলপ্রসূ করার জন্য শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান ও বিদ্যালয় পর্যায়ে বাস্তবায়নে সহায়তা প্রদান।

৫. পরিদর্শন কার্যক্রম ফলপ্রসূ ও জোরদার করা।

৬. শিক্ষকদের বিষয়ভিত্তিক ও অন্যান্য প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা।

৭. প্রশিক্ষণ পরবর্তী বিদ্যালয়ে বাস্তবায়নে শিক্ষকদের প্রয়োজনীয় সহায়তা প্রদান।

৮. এস আর এম এর কার্যকর ব্যবহার নিশ্চিত করণ।

৯. শিক্ষকদের মধ্যে একটি মজবুত নেটওয়ার্ক (TSN) তৈরি করা।